পৌরসভার শিক্ষকরা উপবৃত্তির বিল ফর্ম পূরণ করবেন যেভাবে/ How to fill up upobritti bill form

উপজেলা শিক্ষা অফিস থেকে পূর্বের বিল ফর্মের সফট কপি সংগ্রহ ও প্রিন্ট করে নিন।
১. চাহিদা পত্রের ১ নং কলামে শিক্ষকদের কোন কাজ নেই ।
২. ২ নং কলামে সুবিধাভোগীদের নাম এডিট করা যাবে তবে পরিবর্তন করা যাবে না।
৩. ৩ নং কলামের মোবাইল নং পরিবরতন করা যাবে না, তবে কেউ মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে তা ১২ নং কলামে লিখতে হবে (পূর্বের নম্বর ডিলেট করা যাবে না)।
৪. ৪ নং কলামে শিক্ষকদের কোন কাজ নেই ।
৫. ৫ নং কলামে ‍ছাত্রছাত্রীর নাম ইংরেজী বড়হাতের অক্ষরে লিখতে হবে।
৬. ৬ নং কলামে শ্রেনীর তথ্য অবশ্যই লিখতে হবে ( প্রাক-প্রাথমিককে ০ ধরে লিখতে হবে)।
৭. ৭ নং কলামে টাকার পরিমান (জানু-মার্চ ৩য় কিস্তির) লিখতে হবে।
৮. ৮ নং কলামে শ্রেনীর তথ্য ৬-এর ন্যায় অবশ্যই লিখতে হবে (প্রাক-প্রাথমিককে ০ ধরে লিখতে হবে)।
ভিডিওটি দেখুন 

admin

I am simple

Post a Comment

Previous Post Next Post