
২। সেলফ ড্রয়িং ফরম পুরন করুন(ইংরেজিতে)।
৩। উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে এল পিসি নেন।
৪। সার্ভিস বুকের প্রথম তিন কপি ফটোকপি করুন।
৫। এসএসসি সনদের সত্যয়িত ফটোকপি জমা দিন।
৬। একটি ফাইল কিনুন ফাইলের উপর বিদ্যালয়ের নামসহ বিস্তারিত লিখুন।
সবগেুলো কাগজ ফািইলের মধ্যে জামা দিয়ে একাউন্ট অফিসার অডিটের স্বাক্ষর করিয়ে নিন। তারপর তার একটি অডিট নং, পেজ নং এবং আইডি নং দিবে। তারপর সার্ভিস বুক উপজেলা শিক্ষা অফিসে ফেরত দিন। কাজ শেষ।