সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ভাতা পরিশোধের চিঠির প্রাথমিক ব্যাক্ষা

গত ৬ আগষ্ট সারা দেশে সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি প্রধানমন্ত্রীর বরাবর যে স্বারকলিপি দিয়েছে তা একটি বিষয় ছিল সারা দেশে কোথাও প্রধান শিক্ষকরা  ২য় শ্রেণির মযাদায়  বেতন পাচ্ছে না। তাই তরিঘরি করে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় আপাতত নন গেজেটেড পদমর‌্যাদায় তাদের বেতন নির্ধারনের কথা বলেছে। এটি আপাতত একটি সিদ্ধান্ত। এটি কোন চুড়ান্ত সিদ্ধান্ত নয়। আমাদের দাবীর প্রেক্ষিতে  বাকী বিষয়গুলো ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। তাই প্রধান শিক্ষকরা অধৈয না হয়ে চুড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পযন্ত অপেক্ষা করতে এবং আমাদের সমিতিকে সহযোগিতা করার জন্য অুনুরোধ করা হল।
চিঠি দেখতে ক্লিক করুুন
https://drive.google.com/drive/u/0/my-drive


স্বরুপ দাস
আহবায়ক (খুলনা বিভাগ)
বাংলাদেশ সপ্রাবিপ্রশিসমিতি


admin

I am simple

Post a Comment

Previous Post Next Post