প্রকল্পের চাকুরিকালের সাথে রাজস্বখাতের চাকুরিকাল একত্রে গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দেয়ার সুযোগ নেই আর সেজন্য ডিভিশনাল কন্ট্রোলার
অব একাউন্টস এর কার্যালয়, রাজশাহী হতে গত ২৬/০৬/২০১৫ তারিখে একটি পত্র জারী করা হয়েছে।
আর যারা ইতমধ্যে এ সংক্রান্ত সুবিধা নিয়েছে তারা ফেরত দিতেও নির্দেশনা দেয়া হয়েছে। বিধায় যেসব এলাকায় জাতীয়করনকৃত সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকরা টাইম স্কেল নিয়েছেন তারার অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে।
প্রকল্পের চাকুরিকালের সাথে রাজস্বখাতের চাকুরিকাল একত্রে গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দেয়ার সুযোগ নেই
byadmin
-
0