প্রকল্পের চাকুরিকালের সাথে রাজস্বখাতের চাকুরিকাল একত্রে গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দেয়ার সুযোগ নেই

প্রকল্পের চাকুরিকালের সাথে রাজস্বখাতের চাকুরিকাল একত্রে গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দেয়ার সুযোগ নেই আর সেজন্য ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয়, রাজশাহী হতে গত ২৬/০৬/২০১৫ তারিখে একটি পত্র জারী করা হয়েছে। আর যারা ইতমধ্যে এ সংক্রান্ত সুবিধা নিয়েছে তারা ফেরত দিতেও নির্দেশনা দেয়া হয়েছে। বিধায় যেসব এলাকায় জাতীয়করনকৃত সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকরা টাইম স্কেল নিয়েছেন তারার অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে।

admin

I am simple

Post a Comment

Previous Post Next Post